০১
রক্তপাত বা গর্ভফুল না পড়া
আকস্মিক রক্তপাত শুরু হলে : প্রসবের সময় ছাড়া গর্ভকালীন যেকোনো সময় রক্তক্ষরণ বা প্রসবের সময় কিংবা প্রসবের পর অনেক বেশি রক্তক্ষরণ অথবা গর্ভফুল না পড়া গর্ভবতী মা ও সন্তানের জন্য বিপদের লক্ষণ। তাই এ রকম পরিস্থিতির তৈরী হলে কোনো রকম সময় ক্ষেপন না করে গর্ভবতী মাকে দ্রুত নিকটস্থ হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া ও ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। অন্যথায় গর্ভের বাচ্চা এবং গর্ভবতী মা দু’জনের জীবনেই হুমকির মুখে পড়তে পারে।