খিঁচুনি অথবা অজ্ঞান হওয়া

০৬

খিঁচুনি অথবা অজ্ঞান হওয়া

খিঁচুনী হলে : প্রসবের সময় কিংবা প্রসবের পর যেকোনো সময় যদি খিঁচুনী হয় তাহলে দেরি না করে দ্রুত হাসপাতাল কিংবা সরকারী স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মাকে ভর্তি করাতে হবে। খিঁচুনী হচ্ছে একলামসিয়া রোগের প্রধান লক্ষণ। তাই দ্রুত পদক্ষেপ ও সঠিক চিকিৎসায় বাচ্চা এবং মা দু’জনের জীবনকেই রক্ষা করা সম্ভব। অন্যথায় এই রোগে দু’জনই মারা যেতে পারে।

স্বাস্থ্যকর খাবার গ্রহন করুন

ধূমপান, অ্যালকোহল, ক্যাফেইন জাতীয় পানীয় যেমন চা, কফি কিংবা চকলেট এড়িয়ে চলুন।

ফলিক এসিড গ্রহন করুন

বাচ্চার জন্মগত ত্রুটির প্রবণতাকে কমাতে গর্ভধারণের ৩ মাস আগে থেকেই ফলিক এসিড গ্রহন করুন।