ভীষণ জ্বর

০৫

ভীষণ জ্বর

ভীষণ জ্বর হলে : গর্ভকালীন সময় কিংবা প্রসব পরবর্তী সময় টানা তিন দিনের বেশি জ্বর অথবা দুর্গন্ধযুক্ত স্রাব একটি মারাত্মক বিপদ চিহ্ন। বিশেষ করে যদি গর্ভাবস্থায় কাপুঁনি দিয়ে ভীষণ জ্বর আসে এবং প্রস্রাবের সময় জ্বালাপোড়া হয় তবে তা অধিকাংশ সময় মূত্রনালির সংক্রমণের ইঙ্গিত বহন করে। সময়মতো সঠিক চিকিৎসায় এ জটিলতা সহজে দূর করা যায়।

স্বাস্থ্যকর খাবার গ্রহন করুন

ধূমপান, অ্যালকোহল, ক্যাফেইন জাতীয় পানীয় যেমন চা, কফি কিংবা চকলেট এড়িয়ে চলুন।

ফলিক এসিড গ্রহন করুন

বাচ্চার জন্মগত ত্রুটির প্রবণতাকে কমাতে গর্ভধারণের ৩ মাস আগে থেকেই ফলিক এসিড গ্রহন করুন।