Reply To: গর্ভাবস্থায় সাধারন বেদনা এবং প্রসব বেদনা বুঝবো কিভাবে?

#9722

গর্ভাবস্থার শেষের দিকে প্রায়ই পেট শক্ত হয়ে কিছু ব্যথা হয় এবং এই ব্যথা কিছু বিশ্রাম নিলে কিংবা ওষুধ খেলে কমেও যায়। কিন্তু প্রসব বেদনা সাধারনত পেছন দিক থেকে সামনে কিংবা তলপেটে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর পর উঠতে থাকে। এর তীব্রতা কমে না বরং কিছুক্ষন পরপর বাড়তেই থাকে আর দুই ব্যথার মধ্যবর্তী ফাঁকটুকুও কমতে থাকে। কোনো ওষুধে কিংবা বিশ্রামে চলে যায় না। এমন হলে বুঝতে হবে প্রসব বেদনা শুরু হয়েছে। আর এর সঙ্গে পানি ভেঙে গেলে কোনো সন্দেহই থাকবে না।
ডা. রোনা লায়লা, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, বারডেম হাসপাতাল।