০২
চোখে ঝাপসা দেখা বা তীব্র মাথাব্যথা
তীব্র মাথাব্যথা বা চোখে ঝাপসা দেখা : গর্ভকালীন সময়, প্রসবের সময় কিংবা প্রসবের পর শরীরে ফুলে যাওয়া, খুব বেশি মাথাব্যথা কিংবা চোখে ঝাপসা দেখা গর্ভবতী মায়ের জন্য বিপদ সংকেত। তাই দ্রুত এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ গ্রহন করতে হবে। যদিও গর্ভাবস্থায় মায়ের পায়ে সামান্য পরিমান পানি আসা স্বাভাবিক ঘটনা। একটু হাঁটাহাটি করলে এ পানি চলেও যায়। কিন্তু যদি অতিরিক্ত পানি চলে আসে এবং তা অস্বস্তি তৈরী করে এবং পা ভারি হয়ে আসে তবে সাথে সাথেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।